সুনামগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ : বিল্লাল রিমান্ডে
সুনামগঞ্জের দোয়ারাবাজারে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার বিল্লাল হোসেনের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে আদালতে হাজির করলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্যাম কান্ত সিনহা তাঁর রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত মঙ্গলবার রাতেই ওই কিশোরীর মা বাদী হয়ে হোসাইন, রিয়াজ উদ্দিন, বিল্লাল হোসেন, আসকির ও আয়ূব আলী নামের পাঁচজনকে আসামি করে দোয়ারাবাজার থানায় মামলাটি করেন। এ ঘটনায় বিল্লাল নামের ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। মামলার আরো চার আসামি এখনো পলাতক রয়েছে।
উল্লেখ্য, গত ১৩ অক্টোবর দোয়ারাবাজার উপজেলায় ১৪ বছরের এক কিশোরী প্রকৃতির ডাকে ঘরের বাইরে বের হলে তিন বখাটে পাশের ধানক্ষেতে নিয়ে পালাক্রমে ধর্ষণ করেন। এ ঘটনায় মেয়েটি অসুস্থ হয়ে পড়লে রাতেই অভিভাবকদের বিষয়টি জানায়। অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় কিশোরীর অভিভাবকদের মামলা করতে দেয়নি। মীমাংসা করার জন্য নানাভাবে চেষ্টা করতে থাকে। গত মঙ্গলবার মেয়েটি আরো বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।