সুনামগঞ্জে দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
‘জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞান ও প্রযুক্তি’ এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জ সদর উপজেলার ১৯টি কলেজ ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে শুরু হয়েছে দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা।
আজ সোমবার দুপুর ১২টার দিকে শহরের এইচএমপি উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্টপোষকতায় উপজেলা প্রশাসন এ মেলার আয়োজন করে।
মেলার উদ্বোধনের আগে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাগার রুমা।
আলোচনাসভায় আরো বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক জেলা শিক্ষা কর্মকর্তা অশোক রঞ্জন পুরকায়স্থ, এইচএমপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইনছান মিয়া, ম্যানেজিং কমিটির সভাপতি ইয়াকুব বখত প্রমুখ।
সুনামগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াসমিন নাগার রুমা বলেন, ‘বর্তমানে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান চর্চা কমে যাচ্ছে। তারা ইন্টারনেট ও মোবাইল নিয়ে পড়ে থাকে। তাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হিসেবে গড়ে তুলতে মূলত এই আয়োজন। আমরা চেষ্টা করছি শিক্ষার্থীরা বেশি বেশি বিজ্ঞান নিয়ে পড়াশুনা করুক। নিজেদের নতুন নতুন উদ্ভাবন নিয়ে ব্যস্ত রাখুক। আমরা চাই প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা প্রতিযোগিতার মাধ্যমে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে আন্তর্জাতিকভাবে নিজেদের মেলে ধরুক। মেলায় শ্রেষ্ঠ স্কুল, কলেজ ও ক্লাবকে আলাদা করে পুরস্কৃত করা হবে।’
মেলায় স্কুল, কলেজসহ ক্লাবের মোট ১৯টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। প্রত্যেক বিভাগে আলাদা আলাদা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত করে পুরস্কার দেওয়া হবে। আগামীকাল মঙ্গলকবার পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে দুই দিনের মেলার সমাপ্তি হবে।