সুনামগঞ্জে দ্বিতীয় দফায় বন্যা, দিশেহারা জেলাবাসী
এখনো এক সপ্তাহ কাটেনি। ফের বন্যা হানা দিয়েছে সুনামগঞ্জে। আগের দফার ধকল কাটতে না কাটতে দ্বিতীয় দফা বন্যায় দিশেহারা সুনামঞ্জের মানুষ। অনেক এলাকায় আগের বন্যার পানি এখনো ঠিকমতো নামেনি।
গত দুই দিনে সুনামগঞ্জ ও ভারতের মেঘালয় অংশে ভারী বৃষ্টিপাত হওয়ায় ঢলের পানিতে আবারো রাস্তাঘাট, হাটবাজার এমনকি বাসাবাড়িতেও পানি ঢুকে পড়েছে। এতে করে বন্যায় নাকাল সুনামগঞ্জের মানুষ। পানিবন্দি হয়ে অনেকটা অসহায় হয়ে পড়েছে।
এদিকে, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বন্যা পরিস্থিতির আরো অবনতি হবে। আগামী তিন দিন আরো ভারী বৃষ্টিপাতের সম্ভবনা থাকায় আগের চেয়ে এবার পরিস্থিতি আরো খারাপ হবে।
অতি বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শহরের বড়পাড়া, তেঘরিয়া, নবীনগর, ষোলঘর, উকিলপাড়া, মোহাম্মদপুর এলাকার বাড়িঘর এবং রাস্তাঘাটে পানি উঠে বন্যা দেখা দিয়েছে। রাস্তাঘাট পানির নিচে থাকায় মানুষ এবং যান চলাচলেও সমস্যার সৃষ্টি হয়েছে। শহরের বেশির ভাগ এলাকায় পানি থাকায় প্রয়োজনেও মানুষ ঘর থেকে বের হতে পারছে না।
এদিকে, ভারতের মেঘালয় অংশে ৫৫১ সেন্টি মিটার এবং সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপৎসীমার ৫৬ সে.মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
একইভাবে জেলার সুনামগঞ্জ সদর, তাহিরপুর, বিশ্বম্ভরপুর, দোয়ারাবাজার, ছাতক এবং জামালগঞ্জ উপজেলায় বন্যায় বেশি ক্ষতি হয়েছে। প্রথম দফার বন্যায় সুনামগঞ্জ সদরের সঙ্গে ওই তিন উপজেলার সড়ক যোগাযোগ এখনো বিচ্ছিন্ন রয়েছে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাবিবুর রহমান বলেন, ‘আগামী কয়েক দিন আরো ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় বন্যা পরিস্থিতির আরো অবনতি হবে।’