সুনামগঞ্জে পরিবেশ বিনাশী বোমা মেশিন পুড়িয়ে ধ্বংস
সুনামগঞ্জের চলতি নদীর দুই পাড় কেটে বালি পাথর উত্তোলন করায় ওই সব এলাকার পরিবেশ হুমকিতে পড়েছে। চলতি নদী দখল ও ভাঙনের কবল থেকে মুক্ত করতে প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়।
আজ মঙ্গলবার দিনব্যাপী অভিযান পরিচালনার নেতৃত্ব দেন সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার।
অভিযান পরিচালনার সময় আরও উপস্থিত ছিলেন সিলেট পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আলমগীর ও সুনামগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক।
সদর উপজেলা সূত্রে জানা যায়, বর্তমানে চলতি নদীতে সব ধরনের বালু, পাথর উত্তোলন বন্ধ রয়েছে। তার পরও কিছু অসাধু ব্যক্তি বোমা মেশিন দিয়ে নদীর তলদেশ এবং নদীর পাড় কেটে বালু ও পাথর অবৈধভাবে উত্তোলন করছে। এমন খবরে গোপনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় চলতি নদীর জাহাঙ্গীরনগর ইউনিয়নের কাইয়েরগাঁও নামক স্থানে অভিযান পরিচালনা করে চারটি স্যালো মেশিন নৌকাসহ ছয়টি বোমা মেশিন পুড়িয়ে ধ্বংস করা হয়। এর আগে আরও তিনটি অভিযান পরিচালনা করে দুই কোটি টাকার বালু ও পাথর জব্দ করে নিলাম করা হয়। এই অর্থ সরকারি কোষাগারে জমা করা হয়েছে।
সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান শাহরিয়ার জানান, চলতি নদীর দুই পাড় কেটে অসাধু চক্র বালু ও পাথর উত্তোলন করে, যা সম্পূর্ণ বেআইনি। তাই প্রতি মাসের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় চারটি বড় স্যালো মেশিন নৌকাসহ জব্দ এবং ছয়টি বোমা মেশিন ধ্বংস করা হয়েছে।
ইউএনও আরও জানান, এর আগেও তিনটি অভিযান পরিচালনা করা হয়। তখন প্রায় দুই কোটি টাকার বালু জব্দ করে নিলামে বিক্রি করা হয়।