সুনামগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেলে উপজেলার মান্নারগাঁও গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো উপজেলার মান্নার ইউনিয়নের দুর্লভপুর গ্রামের কনাই দাসের ছেলে চয়ন দাস (৭) ও জামালগঞ্জ উপজেলার নান্টু দাসের ছেলে নিরব দাস (৫)।
পুলিশ ও স্বজনরা জানান, শিশু চয়ন দাস ১৫ দিন আগে মায়ের সঙ্গে মাসির বাড়ি দোয়ারাবাজারের মান্নারগাঁও গ্রামে নিরব দাসদের বাড়িতে বেড়াতে আসে। দুই শিশুই বাড়ির পাশে খেলা করছিল। পরে সন্ধ্যায় দুজনকে পরিবারের লোকজন খোঁজ করে। পরে তাদের পুকুর পানিতে পড়ে থাকতে দেখা যায়। পরিবারের লোকজন পানি থেকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। সুনামগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুই শিশু খেলার ছলে পুকুরের পানিতে পড়ে মৃত্যু হয়। তারপরও ওই শিশুদের ময়নাতদন্ত শেষে আরও ভালো জানা যাবে।’