সুনামগঞ্জে পানিসম্পদ মন্ত্রণালয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
সুনামগঞ্জের হাওর এলাকায় পানিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরের টেকাটুকিয়া ব্রিজের পশ্চিমপাশে একটি বাঁধের ওপর এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার। তিনি এ সময় প্রধানমন্ত্রীর দেওয়া ত্রাণ সামগ্রীও বিতরণ করেন।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সুনামগঞ্জ কার্যালয় সূত্রে জানা গেছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর এক কোটি গাছের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে পানিসম্পদ মন্ত্রণালয় দেশের বিভিন্ন এলাকায় ১০ লাখ গাছের চারা রোপণের কর্মসূচি হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে সুনামগঞ্জ জেলায় পর্যায়ক্রমে ২০ হাজার বৃক্ষরোপণ করা হবে। এরই মধ্যে জেলার বিভিন্ন এলাকায় পাঁচ হাজার চারাগাছ রোপণ করা হয়েছে।
এ সময় সিনিয়র সচিব কবির বিন আনোয়ার বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশে এক কোটি বৃক্ষরোপণ করার যে সিদ্ধান্ত নিয়েছেন। তার পরিপ্রেক্ষিতে আমরা পানিসম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সারা দেশে দশ লাখ বৃক্ষরোপণ করার সিদ্ধান্ত নিয়েছি। আজকে সকালে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেছি সিলেটে হজরত শাহজালাল (রহ.) মাজার থেকে। এরপর আমরা সুনামগঞ্জের হাওরাঞ্চল তাহিরপুরে হাওরে এসে হাওর এলাকায় বৃক্ষ হিজল-করচ, বরুণ এগুলো রোপণের সিদ্ধান্ত নিয়েছি। ইতোমধ্যে পাঁচ হাজার হিজল-করচ রোপণ করা হয়েছে। এই গাছপালা এই এলাকার প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় বড় ভূমিকা পালন করবে।’
তাহিরপুরের হাওর এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিতি ছিলেন পাউবোর সিলেট অঞ্চলের প্রধান প্রকৌশলী এস এম শহিদুল ইসলাম, সিলেট কার্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খুশি মোহন সরকার, সুনামগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. সবিবুর রহমান, সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুহেল মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্যপ্রযুক্তি) মো. জসিম উদ্দিন, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে সচিব সুনামগঞ্জ পৌর শহরের ঐতিহ্য জাদুঘর ও পাউবোর সুনামগঞ্জ কার্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন।