সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে রেডক্রিসেন্টের ত্রাণ বিতরণ
সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত ২২৪টি পরিবারের মধ্যে রেডক্রিসেন্ট সোসাইটি জাতীয় সদর দপ্তরের সহায়তায় এবং সুনামগঞ্জ জেলা রেডক্রিসেন্ট ইউনিটের ব্যবস্থাপনায় ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে।
আজ শনিবার দুপুরে পৌর শহরের রেডক্রিসেন্ট কার্যালয়ে সুনামগঞ্জ পৌর শহরের কালীপুর, গণিপুর ও সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীর নগর, গৌরারং ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ২২৪ টি পরিবারের মধ্যে সেমাই, গুঁড়ো দুধ, ময়দা, তেল, চিনি, ডাল, লবণ ও ১০ প্যাকেট করে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়।
বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণের উদ্বোধন করেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ।
এ সময় আরো উপস্থিত ছিলেন সুনামগঞ্জ রেডক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আফতাব উদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান পীর, কার্যনির্বাহী সদস্য রাহুল দে পাপলু, মো. এমদাদুল হক শাহজাহান, ইউনিট লেভেল অফিসার কানিকা তালুকদার, আজীবন সদস্য আলমতাজ বেগম রুপি, সিনিয়র যুব সদস্য সেরুজ্জামান সেরু, মো. ফারুখ আহমেদ, আবদুস সালাম, যুব প্রধান মাছুম আহমেদ, উপ যুব প্রধান সোয়েব আবেদীন, গণসংযোগ ও বিভাগীয় প্রধান শাহজাহান আলম সিদ্দিকী, যুব সদস্য ফাহিমা বেগম, সুমন আহমেদ, মামুন, রাসেল, রিয়াদ, প্রিতম, নাহিদ প্রমুখ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে পীর ফজলুর রহমান মিসবাহ বলেন, একমাসে টানা তিনবার বন্যার কবলে সুনামগঞ্জের মানুষ। এই তিন বারের বন্যায় সুনামগঞ্জের মানুষ খুব ক্ষতির সম্মুখীন হয়েছে। সেইসঙ্গে চরম দুর্ভোগে পড়েছে। আগামী আরো কিছু দিন এই দুর্ভোগ থাকবে। তবে সব থেকে বেশি বিপদে পড়েছে খেটে খাওয়া মানুষ। আমরা এই তিনবারের বন্যায় মানুষের সঙ্গে ছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী সুনামগঞ্জের মানুষের জন্য খুবই আন্তরিক। তিনি সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছেন এবং তিনি অব্যাহতভাবে সুনামগঞ্জের বন্যায় দুর্গত মানুষের জন্য সরকারের পক্ষ থেকে বারে বারে সহায়তা করছেন। তিনি আমাদের নির্দেশ দিয়েছেন আমরা যেন মানুষের পাশে থেকে ত্রাণ সহায়তা প্রধান করি। আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে মানুষের পাশে আছি। যত দিন বন্যা থাকবে , যত দিন দুর্গতি থাকবে আমরা ত্রাণ সহায়তা করব।’