সুনামগঞ্জে বাঁধনের বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত
স্বেচ্ছাসেবী রক্তদাতাদের সংগঠন বাঁধন সুনামগঞ্জ সরকারি কলেজ ইউনিট ২০১৯ পরিষদের সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে সুনামগঞ্জ সরকারি কলেজ অডিটরিয়ামে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আবদুল আহাদ।
এরপর বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের স্নাতক-স্নাতকোত্তর শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধনের বার্ষিক সাধারণ সভা ও নতুন কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়।
বাঁধনের বিদায়ী সভাপতি সোহানুর রহমান সোহানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ নীলিমা চন্দ, উপাধ্যক্ষ অধ্যাপক মাজহারুল ইসলাম, শিক্ষক পরিষদের সম্পাদক ইফতেখার আলম, বিআইডিসিরর সিনিয়র প্রকৌশলী খালেদুজজ্জামান কল্লোল, সুনামগঞ্জে সোনালী ব্যাংকের সহকারী ব্যবস্থাপক সুজাউল হক, সুনামগঞ্জ সরকারি কলেজের রসায়ন বিভাগের প্রভাষক আহসান শহীদ আনসারী, ডাচ-বাংলা মোবাইল ব্যাংকিং ম্যানেজার আশরাফ হোসেন লিটন, বাঁধনের বিদায়ী পর্যবেক্ষক হাফিজুর রহমান লিটন, বাঁধনের সাংগঠনিক সম্পাদক মাজেদা বেগম ও কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা জানান, বর্তমানে ঘুনে ধরা সমাজের তরুণ-তরুণীরা নানা অপকর্মে লিপ্ত থাকে। কিন্তু সুনামগঞ্জ সরকারি কলেজ বাঁধনের সদস্যরা ব্যতিক্রম। তারা পড়ালেখার পাশাপাশি মানুষের সেবায় নিজেদের নিয়োজিত রেখেছে। মানুষের খুব খারাপ সময়ে যখন রক্তের প্রয়োজন পড়ে তখন এই দলের সদস্যরা তৎপর হয়ে ওঠে। নিজেরা যেকোনো মূল্যে রক্তের ব্যবস্থা করে দেয়। তাও বিনা পয়সা যা বর্তমান সময়ে অপ্রতুল। এ ছাড়া বিনা পয়সায় রক্তের গ্রুপও নির্ণয় করে দেয়। এমন কাজে তাদের উদ্যোগকে সহায়তা করা দরকার বলে বক্তারা মত দেন।
বাঁধনের বিদায়ী সভাপতি মো. সোহানুর রহমান সোহান জানান, বাঁধন সুনামগঞ্জ সরকারি কলেজ ইউনিট গত এক বছরে বিভিন্ন সময়ে ২২০ ব্যাগ রক্ত সরবরাহ করে মুমূর্ষু মানুষকে বাঁচিয়েছে এবং ১৫০ জন নতুন রক্তদাতা তৈরি করেছে। এ ছাড়া সারা জেলায় বিনামূল্যে দুই হাজার ১৫০ জনের রক্তের গ্রুপ নির্ণয় করে দেয়।
বার্ষিক সাধারণ সভা শেষে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে দেওয়া হয়।