সুনামগঞ্জে বাদাম চাষিদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত
বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল চীনাবাদাম-৪ এর প্রচার ও সম্প্রচারণের লক্ষে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট উপকেন্দ্র সুনামগঞ্জের সহযোগিতায় ও বিশ্বম্ভরপুর উপজেলার সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিশ্বম্ভরপুরের রাজাপাড়া গ্রামে ঐ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ দিলীপ কুমার অধিকারীর সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক কৃষিবিদ ড. মির্জা মোফাজ্জল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. ফরিদুল হাসান, বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সফর উদ্দিন, বিশ্বম্ভরপুর উপজেলার সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা মো. নয়ন মিয়া, সুনামগঞ্জ বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাকিব প্রমুখ।
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক কৃষিবিদ ড. মির্জা মোফাজ্জল ইসলাম বলেন, একই মাটিতে বছরে একবারের অধিক দানা জাতীয় ফসল চাষ করলে মাটির স্বাস্থের ক্ষতি হয়। দানা জাতীয় ফসলের পাশাপাশি তেল জাতীয় ফসল চাষ করলে মাটির স্বাস্থ্য ভালো থাকে। চীনাবাদাম হচ্ছে তেল জাতীয় ফসলের একটি উপকারী ফসল। চীনাবাদাম আমাদের দেহে অনেক বেশি শক্তি জোগায়, এতে প্রচুর পরিমাণ স্বাস্থ্যকর ফ্যাট রয়েছে। এটি মস্তিকের জন্য উত্তম খাবার। এ ছাড়াও চীনাবাদাম আমাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে দেহকে সুস্থ রাখে।