সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাকে হত্যা : স্ত্রী-ছেলের ৩ দিনের রিমান্ড
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় মুক্তিযোদ্ধা আবদুল বারিককে হত্যার অভিযোগে গ্রেপ্তার স্ত্রী ও ছেলেকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার সকালে মামলার আসামি স্ত্রী আছিয়া বেগম ও ছেলে মিলন মিয়াকে জেলার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইসরাত জাহানের আদালতে হাজির করে তিন দিনের রিমান্ড চাইলে আদালত তা মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা আবুল হাসেম জানান, মুক্তিযোদ্ধা আবদুল বারিক হত্যার ঘটনায় গ্রেপ্তার নিহতের প্রথম স্ত্রী ও ছেলের সংশ্লিষ্টতার বিষয়ে আরো তথ্য জানতে তিন দিন করে রিমান্ড চাইলে আদালত তা মঞ্জুর করেছেন। হত্যাকাণ্ডে আরো কেউ জড়িত আছে কি না, জিজ্ঞাসাবাদ শেষে তা জানা যাবে।
পুলিশের ভাষ্যমতে, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষকে ফাঁসাতে দোয়ারবাজার উপজেলার সুলতানপুর গ্রামের মুক্তিযোদ্ধা আবদুল বারিককে গত রোববার সকালে ঘরের মধ্যে মাথায় লোহার শাবল দিয়ে আঘাত করেন স্ত্রী ও ছেলে। পরে তাঁরাই তাঁকে হাসপাতালে নেন এবং এবং থানায় অভিযোগ দায়ের করতে যান। এ সময় তাঁদের সঙ্গে থাকা নিহত মুক্তিযোদ্ধার নাতিকে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে সে জানায় তার দাদি ও বাবা তার দাদাকে লোহার শাবল দিয়ে আঘাত করছে।
এ ঘটনায় আবদুল বারিকের দ্বিতীয় স্ত্রীর ছেলে মাসুক মিয়া বাদী হয়ে প্রথম স্ত্রী আছিয়া বেগম ও ছেলে মিলন মিয়াকে আসামি করে মামলা করেন।