সুনামগঞ্জে সিলিন্ডার থেকে আগুন, পুড়ে ছাই প্রাইভেট কার
সুনামগঞ্জের পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় সিলিন্ডারের গ্যাস থেকে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে একটি প্রাইভেট কার। আজ সোমবার বিকেল সোয়া ৩টার দিকে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
প্রাইভেট কার চালক ও স্থানীয়রা জানায়, সিলেটের আম্বরখানা থেকে দুজন যাত্রী ও কিছু মালামাল নিয়ে সুনামগঞ্জের পুরাতন বাসস্ট্যান্ডে আসে গাড়িটি। এরপর হঠাৎ গাড়ি থেকে কালো ধোঁয় বের হতে থাকে। ধোঁয়া দেখে তাৎক্ষণিক গাড়ি থেকে চালকসহ যাত্রীরা মালামাল নিয়ে বের হন। কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ ধোঁয়া থেকে আগুন লেগে যায়।
পরে আগুন বাড়তে থাকলে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ১০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এরই মধ্যে পুরো গাড়ি আগুনে পুড়ে ছাঁই হয়ে যায়।
প্রাইভেট কারের চালক আহাদ মিয়া বলেন, ‘গাড়িতে কীভাবে আগুন লেগে গেল আমি জানি না। আগুন নিয়ন্ত্রণে আনতে আনতে সম্পূর্ণ গাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।’
সুনামগঞ্জের ট্রাফিক পরিদর্শক মো. শামসুল আলম বলেন, ‘সম্ভবত সিলিন্ডার থেকে এই আগুনের সূত্রপাত। তবে আগুন ধরার সঙ্গে সঙ্গে আমরা রাস্তার যান চলাচল বন্ধ করে দেই। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হননি।’