সুনামগঞ্জে স্রোতের তোড়ে ভেসে গেলেন যুবক, উদ্ধারকাজ চলছে
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় স্রোতের মধ্যে পা পিছলে খালে পড়ে গিয়ে নাজির আহমদ (২৮) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন।
গতকাল সোমবার রাতে উপজেলার দোয়ারাবাজার-সুনামগঞ্জ সড়কের নোয়াগাঁও খালে এ ঘটনা ঘটে। তাঁকে উদ্ধারের জন্য কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।
নিখোঁজ নাজির আহমদ উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের মঙ্গলপুর গাজিনগর গ্রামের সিদ্দেক আলীর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুই সপ্তাহ আগে বিয়ে করেছেন নাজির আহমদ। গতকাল রাতে মান্নারগাঁও ইউনিয়নের ডুলপশি গ্রামে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন তিনি। এ সময় পা পিছলে নোয়াগাঁও সড়ক থেকে খালে পড়ে যান তিনি। ওই সময় পানিতে প্রচুর স্রোত ছিল। এরপর থেকেই নিখোঁজ রয়েছেন নাজির।
স্থানীয়রা বলছেন, স্রোতের তোড়ে ভেসে গেছেন নাজির আহমদ। পুলিশ প্রশাসন ও স্থানীয়রা এখনো খোঁজ চালাচ্ছেন।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে জানান, নাজির নামের এক যুবক স্রোতের কবলে পড়ে গতকাল রাত থেকে নিখোঁজ রয়েছেন। বৃষ্টিপাত বেশি হচ্ছে, সেজন্য উদ্ধারকাজ করা যাচ্ছে না। স্থানীয়রা নৌকা দিয়ে অনেক খোঁজাখুঁজি করছেন। ঘটনাস্থলে একদল পুলিশ পাঠানো হয়েছে। আশা করি, খুব দ্রুত উদ্ধারকাজ সম্পন্ন হবে।