সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগকর্মীসহ নিহত ২
সুনামগঞ্জের ছাতক উপজেলায় পিকআপভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে ছাত্রলীগকর্মী ও এক পথচারী নারী নিহত হয়েছেন। আজ বুধবার সন্ধ্যায় উপজেলার সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের বড়কাপন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরো একজন গুরুতর আহত হয়েছেন।
নিহতরা হলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বীরগাঁও গ্রামের হাসান আহমেদ সুমন (২৫)। তিনি সিলেট মহানগর ছাত্রলীগের কর্মী। এ ছাড়া পথচারী নারীর (৬০) পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সন্ধ্যায় ওই এলাকায় সুনামগঞ্জমুখী পিকআপভ্যানের সঙ্গে সিলেটগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ছাত্রলীগকর্মী সুমন ঘটনাস্থলেই নিহত হন। পিকআপভ্যানটি এ সময় রাস্তার পাশে এক অজ্ঞাত বৃদ্ধা ও এক পথচারীকে চাপা দিলে তাঁরা গুরুতর আহত হন।
লোকজন ওই দুজনকে উদ্ধার করে স্থানীয় কৈতক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বৃদ্ধাকে মৃত ঘোষণা করেন। অপরজনকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জাউয়াবাজার পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা নির্মল দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা পিকআপভ্যানের চালককে আটক করেছি। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।’