সুনামগঞ্জে হোম কোয়ারেন্টিনে থাকা ওমানপ্রবাসীর মৃত্যু
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় হোম কোয়ারেন্টিনে থাকা এক ওমানপ্রবাসীর মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম জয়নাল আবেদীন (৪৯)। তিনি উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের জালালপুর গ্রামের বাসিন্দা।
পরিবারের লোকজন জানিয়েছেন, জয়নাল আবেদীন দুই বছর ওমানে ছিলেন। গত ১৮ মার্চ দেশে আসেন। বাড়িতে আসার পর থেকে তিনি হোম কোয়ারেন্টিনে ছিলেন। আজ বৃহস্পতিবার সকালে হঠাৎ করে তাঁর পেটে ব্যথা শুরু হয়। তাৎক্ষণিক গ্রামের একজন পল্লিচিকিৎসককে আনেন পরিবারের লোকজন। ওই পল্লিচিকিৎসক তাঁকে কিছু ওষুধ দিয়ে দ্রুত হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন। পরিবারের লোকজন তাঁকে হাসপাতালে নেওয়ার প্রস্তুতিকালে সকাল সাড়ে ৭টার সময় তিনি মারা যান।
দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জানান, জয়নাল আবেদীন হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলে তাঁরা মনে করছেন। যেহেতু তাঁর মধ্যে করোনাভাইরাসের কোনো উপসর্গ ছিল না, তাই তাঁরা পরীক্ষার জন্য কোনো নমুনা সংগ্রহ করবেন না।
এদিকে সুনামগঞ্জ সিভিল সার্জন মো. শামছুদ্দিন বলেন, ‘যেহেতু করোনা আতঙ্ক চলছে, তাই আমরা মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে নিশ্চিত হবো করোনা ছিল কি না।’