সুনামগঞ্জে ২০ টাকার জন্য যুবককে হত্যার অভিযোগ
সুনামগঞ্জ সদর উপজেলায় পাওনা ২০ টাকার জন্য আফির উদ্দিন (২৫) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে এক মুদি দোকানদারসহ দুজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। উপজেলার সুরমা ইউনিয়নের মঈনপুর (জগন্নাথপুর) গ্রামে গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
আফির উদ্দিন মঈনপুর গ্রামের মো. ফজিল হকের ছেলে। অভিযুক্ত দুজন হলেন মঈনপুর গ্রামের মুদি দোকানদার মো. হৃদয় হোসেন ও তাঁর বন্ধু মো. হাসান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাতে এশার নামাজের পর মঈনপুর গ্রামে নিজেদের বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন আফির। এ সময় একই গ্রামের মুদি দোকানদার মো. হৃদয় হোসেন আফিরের কাছ থেকে পাওনা ২০ টাকা চাইলে আফির জানান, তাঁর কাছে এখন টাকা নেই, কিছুক্ষণ পর দেবেন। কিছুক্ষণ পরে বলায় দোকানদার হৃদয় রেগে গিয়ে তাঁর বন্ধু মো. হাসানকে সঙ্গে নিয়ে একটি ধারালো ছুরি দিয়ে আফিরের বুকে আঘাত করেন। এ সময় মাটিতে লুটিয়ে পড়েন আফির। পরে তাৎক্ষণিক স্থানীয়রা তাঁকে সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পাওনা ২০ টাকার জন্য যুবককে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।