সুনামগঞ্জে ৫ দফা দাবিতে সরকারি মাধ্যমিক শিক্ষকদের মানববন্ধন
পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছে সুনামগঞ্জ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। আজ সোমবার সকাল ১০টার দিকে সুনামগঞ্জ আলফাত উদ্দিন স্কয়ারে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির (বাসমাশিস) উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন পালন করা হয়।
এর আগে প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসক মো. আব্দুল আহাদের কাছে শিক্ষকদের দাবি বিষয়ক স্মারকলিপি দেওয়া হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, বাসমাশিস সুনামগঞ্জের সভাপতি ও সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মো. মাশহুদ চৌধুরী, সহসভাপতি মফিজুর রহমান, বাসমাশিসের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক শিক্ষা সম্পাদক মাহমুদুর রহমান, কেন্দ্রীয় সদস্য আল ইমরান, জেলা বাসমাশিসের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ, সাংগঠনিক সম্পাদক সামায়ুন কবীর, সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মান্নান প্রমুখ
মানববন্ধনে বক্তারা বলেন, মাধ্যমিক শিক্ষাক্ষেত্রে উন্নতি করতে হলে স্বতন্ত্র অধিদপ্তর গঠন করতে হবে। উচ্চ মাধ্যমিকের সঙ্গে যৌথভাবে কাজ করতে গিয়ে মাধ্যমিকের শিক্ষকরা নানা সমস্যার সম্মুখীন হন। সেইসঙ্গে শিক্ষা কার্যক্রমেও জটিলতার সৃষ্টি হয়। উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক যৌথ থাকায় মাধ্যমিকের শিক্ষকদের গুরুত্ব দেওয়া হয় না। তাই তাঁরা মাধ্যমিকের শিক্ষকদের তিন দফা দাবি পূরণসহ সব সমস্যার সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
এসব বিষয় মানবিক দৃষ্টিতে দেখার জন্য প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন বক্তারা।