সুনামগঞ্জ সদরে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপনের দাবিতে সমাবেশ
‘সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ সদর উপজেলায় স্থাপনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। সুনামগঞ্জবাসীর ব্যানারে পৌর শহরের আলফাত স্কয়ারে আজ রোববার দুপুরে এ কর্মসূচি পালিত হয়।
সমাবেশে সুনামগঞ্জ-৪ আসনের (সদর ও বিশ্বম্ভরপুর) সংসদ সদস্য ও বিরোধীদলীয় হুইপ পীর ফজলুর রহমান মিসবাহ বলেছেন, ‘বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুনামগঞ্জের হাওর অঞ্চলের মানুষকে ভালোবেসে এই বিশ্ববিদ্যালয় উপহার দিয়েছেন। এটি কোনো মন্ত্রী বা এমপির দান নয়। এই প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জে স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু জেলার সব উপজেলার মানুষের প্রাণের দাবি এটি সদর উপজেলায় স্থাপন করা হোক। এই দাবিতে আজ সুনামগঞ্জের সর্বস্তরের মানুষ এক। সদর উপজেলার সঙ্গে সব উপজেলার ভালো যোগাযোগ রয়েছে।’
সুনামগঞ্জ-৩ আসনের (দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুর) সংসদ সদস্য পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের দৃষ্টি আকর্ষণ করে পীর ফজলুর রহমান বলেন, ‘আমরা কোনো এলাকার উন্নয়নের বিরোধী নই। আপনি শুধু শান্তিগঞ্জের বা সুনামগঞ্জের নয়, সারা দেশের মন্ত্রী। প্রধানমন্ত্রী আপনাকে সম্মান দিয়েছেন, আমরাও আপনাকে সম্মান করি। তাই বলে আপনি সবকিছু শান্তিগঞ্জে করবেন, এটা দুঃখজনক। সদর উপজেলার সীমানায় মেডিকেল কলেজ স্থাপনের কাজ হলেও আসলে এটিও শান্তিগঞ্জেই হচ্ছে। আরো অনেক প্রতিষ্ঠান আপনি শান্তিগঞ্জে করছেন। এভাবে একের পর এক প্রতিষ্ঠান শান্তিগঞ্জের দুই কিলোমিটারের মধ্যে হলে এক সময় সুনামগঞ্জ জেলা শহর অন্ধকারে নিমজ্জিত হবে।’
প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে সাংসদ পীর মিসবাহ বলেন, ‘আপনি আমাদের আস্থা ও শেষ ভরসাস্থল। সুনামগঞ্জ সদর উপজেলায় এই বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে জেলাবাসী আপনার হস্তক্ষেপ চায়। বিলটিতে সংশোধনী এনে যাতে সদর উপজেলায় বিশ্ববিদ্যালয়টি স্থাপন হয় আপনার কাছে সুনামগঞ্জবাসীর এটিই জোর দাবি।’
মানববন্ধনের কর্মসূচি ঘোষণা হলেও এক সময় এটি সমাবেশে পরিণত হয়। এতে বক্তব্য দেন বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুর রহমান, সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি সাইফুর রহমান, জেলা জাতীয় পার্টির নেতা মনির উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ প্রমুখ।
প্রসঙ্গত, ‘সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ বিল গত ২ মার্চ মন্ত্রিসভার বৈঠকে আনুমোদন লাভ করে। এরপর বিলটি গত ৭ সেপ্টেম্বর সংসদের উত্থাপিত হয়। পরে এ সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভায় বিশ্ববিদ্যালয়টি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ এলাকায় স্থাপনের সিদ্ধান্ত হয়।