সেফটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে বাবার মৃত্যু, ছেলে আহত
সিরাজগঞ্জের কামারখন্দে সেফটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে সন্তোষ চন্দ্র দাস (৫০) নামে একজন মারা গেছেন। একই সময় আহত হয়েছেন তাঁর ছেলে সঞ্জয় চন্দ্র দাস (২৫)।
আজ বুধবার সকালে কামারখন্দ উপজেলার জামতৈল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সন্তোষ চন্দ্র দাস জামতৈল গ্রামের বিশ্বনাথ চন্দ্র দাসের ছেলে।
কামারখন্দ ফায়ার সার্ভিস স্টেশনের সাব-অফিসার আব্দুল আওয়াল জানান, নিজেদের টয়লেটের পুরাতন একটি সেফটিক ট্যাংক পরিষ্কার করতে নামার কিছুক্ষণ পর সন্তোষ দাসের কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। এ সময় তাঁর ছেলে সঞ্জয়ও ওই ট্যাংকে নামেন। পরে সঞ্জয়কে স্থানীয়রা জীবিত উদ্ধার করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সন্তোষ চন্দ্র দাসকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডা. বিজয় হোসেন তাঁকে মৃত ঘোষণা করেন।