স্কুলে যাওয়া হলো না শিশু ফাতেমার
তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ফাতেমা হক ফুফুর সঙ্গে অটোরিকশায় চড়ে আজ শনিবার সকালে স্কুলে যাচ্ছিল। এমন সময় পেছন থেকে একটি বাস ধাক্কা দিলে সড়কে পড়ে যায় সে। পরে ফাতেমার মাথার ওপর দিয়ে চলে যায় ওই বাসেরই চাকা। এতে মারা যায় শিশুটি।
আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে গাজীপুরের টঙ্গীর বর্ণমালা রোডে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) ইয়াসিন আরাফাত।
ইয়াসিন আরাফাতের দাবি, ফাতেমার বাবা শামসুল হক ও মা রিতা, দুজনই দুবাই প্রবাসী। এজন্য সে ফুফু শাহানাজ বেগমের সঙ্গে থাকত।
ইয়াসিন আরাফাত বলেন, ‘অটোরিকশায় করে স্কুলে যাওয়ার সময় টেকপাড়া এলাকায় পৌঁছালে বাসটি ফাতেমার মাথার ওপর দিয়ে চলে যায়।’
বাস জব্দ করা হয়েছে। তবে, চালক ও চালকের সহকারীকে আটক করা যায়নি বলে জানান এসআই ইয়াসিন।