সৎবাবার ধর্ষণের শিকার ৬ বছরের শিশু!
মেহেপুরের গাংনী উপজেলায় সৎবাবার ধর্ষণের শিকার হয়েছে ছয় বছরের এক শিশু। গতকাল রোববার দুপুরে নিজ বাড়িতে শিশুটিকে ধর্ষণ করে ওই সৎবাবা। আজ সোমবার দুপুরে শিশুটিকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
প্রাথমিকভাবে ধর্ষণের আলামত মিলেছে বলে জানিয়েছেন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. শায়লা আহম্মেদ। অভিযুক্ত সৎবাবা আবু তাহের আত্মগোপন করেছে।
শিশুটির মা জানান, গতকাল রোববার দুপুরে তিনি পাশের বাড়িতে লাকড়ি আনতে গিয়েছিলেন। এ সময় তাঁর স্বামী নিজ ঘরে শিশুটিকে ধর্ষণ করে। চিৎকার শুনে তিনি দৌঁড়ে ঘরে ঢোকেন। তাকে দেখে পালিয়ে যায় তাঁর স্বামী আবু তাহের। ঘরে ঢুকে শিশুটির শরীরের বিভিন্ন স্থানে আচড়ের দাগসহ ধর্ষণের অন্যান্য আলামত দেখতে পান।
শিশুটির মা বলেন, প্রথম স্বামীর সঙ্গে তালাক হলে তিনি কয়েক বছর আগে মেয়েকে নিয়ে দ্বিতীয় স্বামী তাহেরের সঙ্গে বিয়ে করে সংসার শুরু করেন।
গাংনী হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ডা. শায়লা আহম্মেদ বলেন, ‘শিশুটির যৌনাঙ্গে রক্তক্ষরণের আলামত রয়েছে। প্রয়োজনীয় চিকিৎসার জন্য তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’
এ বিষয়ে গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান বলেন, বিষয়টি জানার পর থেকেই অভিযুক্ত তাহেরকে আটকের চেষ্টা চলছে।