হবিগঞ্জে কৃষক দলের ত্রাণসামগ্রী ও আমনবীজ বিতরণ
হবিগঞ্জে বন্যাকবলিত লোকজনের মধ্যে কৃষক দলের উদ্যোগে ত্রাণসামগ্রী ও রোপা আমন ধানের বীজ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার লোকড়া বাজারে এক সভা অনুষ্ঠিত হয়।
জেলা কৃষকদলের সভাপতি মাহবুবুর রহমান আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হবিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাসিম, কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি উমর ফারুক শাফিন, হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. আহমদুর রহমান আব্দাল প্রমুখ।
সভা শেষে আটশতাধিক বন্যার্ত মানুষের মধ্যে ত্রাণ ও রোপা আমন ধানের বীজ বিতরণ করা হয়।