‘কৃষকদের সম্পৃক্ত করে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে’
কৃষকদের সম্পৃক্ত করে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। আজ শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে যশোর জেলা পরিষদ মিলনায়তনে কৃষক দলের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘আগামী ২ অক্টোবর ঢাকায় কৃষকদলের সমাবেশ থেকে এক দফার আন্দোলন শুরু হবে। এর মাধ্যমে শেখ হাসিনা সরকারকে পদত্যাগে বাধ্য করে তত্ত্বাবধায়ক সরকার পুণপ্রতিষ্ঠা করা হবে।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশের কৃষক যখন ভাল থাকে, বাংলাদেশ ভাল থাকে। তাই কৃষকদের বাইরে রেখে কোনো গণতান্ত্রিক আন্দোলনই সফল হবে না। সরকার হঠাতে কৃষকদের অবশ্যই এ আন্দোলনে সম্পৃক্ত করতে হবে।’
কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনের সভাপতিত্বে সভায় কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক টিএস আইউব, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ তথ্য গবেষণা সম্পাদক আমিরুজ্জামান শিমুল, সহসাধারণ সম্পাদক ওসমান আলী, সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম বাদশা প্রমুখ বক্তব্য দেন। আগামি ২ অক্টোবর ঢাকায় অনুষ্ঠেয় কৃষক দলের সমাবেশকে সফল করতে আয়োজিত এ প্রস্তুতি সভায় দলের খুলনা বিভাগের ১০ জেলার নেতৃবৃন্দ অংশ নেন।