হবিগঞ্জে বিএনপির সমাবেশে পুলিশের বাধা, সংঘর্ষে আহত শতাধিক
হবিগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ শতাধিক নেতাকর্মী আহত হন।
আজ বুধবার দুপুর ২টার দিকে জেলা শহরের শায়েস্তানগর পয়েন্টসহ বিভিন্ন স্থানে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় শহরে যান চলাচল বিঘ্নিত হয়েছে।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বিদেশে পাঠিয়ে চিকিৎসা ও তার মুক্তির দাবিতে হবিগঞ্জ শহরে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বিএনপি। এতে যোগ দিতে হবিগঞ্জ আসেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও জয়নাল আবেদীন ফারুক।
আজ দুপুরে বিক্ষোভ সমাবেশে পুলিশ বাধা দিলে নেতাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। এ সময় বিএনপি নেতাকর্মী ইটপাটকেল ছুড়ে ও অন্যদিক থেকে পুলিশ টিয়ার গ্যাস এবং রাবার বুলেট নিক্ষেপ করে।
এর আগে শহরের পইল রোড, বেবিস্ট্যান্ড, চিড়িয়াখানা রোডসহ কয়েকটি স্থানে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।
আহত পুলিশ সদস্য ও বিএনপি নেতাকর্মীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহ রাজিব আহমেদ রিংগনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। চোখে গুলিবিদ্ধ জেলা ছাত্রদলের যুগ সম্পাদক সাইদুর রহমানকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
এ বিষয়ে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান বলেন, ‘ বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে কতজন পুলিশ সদস্য আহত হয়েছেন তা এখনই বলা যাচ্ছে না।’
এদিকে, বগুড়ায় নবাববাড়ীতে দলীয় কার্যালয়ে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘খালেদা জিয়ার সুচিকিৎসা তাঁর অধিকার। কঠোর আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে।’
অপরদিকে, দিনাজপুরে বিএনপির সমাবেশে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ কেন্দ্রীয় নেতারা।