হবিগঞ্জে সরকারি চাল পাচারকালে গ্রেপ্তার ২
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা থেকে মা ও শিশু খাদ্যবান্ধব সরকারি চাল পাচারকালে দুইজনকে গ্রেপ্তার করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই ও পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে তাদের বানিয়াচং এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন আজমিরীগঞ্জ উপজেলার নোয়াগড় পশ্চিম হাটি গ্রামের ব্রজেশ্বর গোপ এবং একই গ্রামের শ্রীভাস চন্দ্র দাসের ছেলে শ্রীকৃষ্ণ দাস। তাদের কাছ থেকে ১৪ বস্তা সরকারি চাল জব্দ করা হয়। পরে তাদের বানিয়াচং থানায় হস্তান্তর করা হয়।
বানিয়াচং থানার পরিদর্শক (তদন্ত) প্রজিত কুমার দাশ জানান, আজ আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নে মা ও শিশু খাদ্যবান্ধব কর্মসূচির সরকারি চাল বিতরণ করা হচ্ছিল। এসব চাল গোপনে পাচার হতে পারে এমন সংবাদের ভিত্তিতে বানিয়াচং আমিরখানী কালভার্টের কাছে অবস্থান নেন এনএসআই ফিল্ড কর্মকর্তা মো. সালাহ উদ্দিন, জুনিয়র ফিল্ড কর্মকর্তা লিফটন মিয়া এবং আমি নিজে। বেলা দেড়টার দিকে ইজিবাইকে করে সরকারি চাল নিয়ে ওই স্থানে পৌঁছায় দুজন। এ সময় তাদের গ্রেপ্তার করা হয়। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে এসব চাল সুবিধাভোগীদের কাছ থেকে ক্রয় করেছে।
প্রজিত কুমার দাশ বলেন, ‘যেহেতু আজমিরীগঞ্জে চাল বণ্টন করা হচ্ছে তাই সেখানে নিয়ে গেলে ধরা পড়ার আশঙ্কায় এসব চাল বানিয়াচং নিয়ে যাওয়া হচ্ছিল। তাদের নাম বানিয়াচং থানায় একটি মামলা করা হয়েছে। ধারণা করা হচ্ছে এ চাল পাচারের সঙ্গে আরও কেউ জড়িত থাকতে পারে।’