‘হাওরে বাঁধ নির্মাণে দুর্নীতি হলে ছাড় নয়’
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, ‘হাওরে বাঁধ নির্মাণে কোনো দুর্নীতি হলে ছাড় নয়। সরকার হাওরের ফসল রক্ষায় বাঁধ নির্মাণে কোটি কোটি টাকা দেয়। এসব জনগণের ও কৃষকের উপকারের জন্য। এখানে কোনো অনিয়ম বা দুর্নীতি হলে কাউকে ছাড় দেওয়া হবে না। ঢাকাতে যেভাবে দুর্নীতির অভিযান চলছে এ অভিযান সুনামগঞ্জেও হবে।’
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় মন্ত্রী জেলার জামালগঞ্জের ফেনারবাক ইউনিয়নের ফেনারবাক গ্রামে ফেরদৌসী আলী আমজাদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন শেষে গণমাধ্যম কর্মীদের এসব কথা বলেন।
রাষ্ট্রের সব পর্যায়ে দুর্নীতি রোধে কাজ করছে সরকার উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘দুর্নীতিবিরোধী অভিযান গ্রাম পর্যায়েও হবে। যেখানেই দুর্নীতি, সেখানেই অভিযান হবে। হাওর রক্ষা বাঁধে কোনো অনিয়ম সহ্য করা হবে না। অপ্রয়োজনীয় বা ভুলে কোনো প্রকল্প নেওয়া হলে সেটি সংশোধন করতে হবে।’
এর আগে বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী হাওরের মানুষের প্রতি সহানুভুতিশীল। কোনো প্রকল্প তাঁর সামনে তুলে ধরলেই বলেন, ‘এই প্রকল্পে হাওরের, পাহাড়, চরের বা অবহেলিত এলাকার নারী, শিশু, বৃদ্ধদের কাজে লাগবে কিনা।’ এসব দেখেই তিনি প্রকল্প অনুমোদন করেন।’
মন্ত্রী হাওরপাড়ের গ্রামবাসীর উদ্দেশ্যে বলেন, ‘বাংলাদেশে অতিদরিদ্র মানুষ এখন আর নেই। আমরা আমেরিকা ও জাপানকে বলেছি আমাদের আর খয়রাতের কোনো প্রয়োজন নেই। নো রিলিফ। আমাদের দেশ ধানে ভর্তি, মাছে সবজিতে ভর্তি। আমরা পরিশ্রম করব, কাজ করব।’
মন্ত্রী বলেন, ‘সুনামগঞ্জসহ হাওরাঞ্চলের ফসলরক্ষার জন্য সরকার এ বছর ১৫০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে।’ হাওররক্ষা বাঁধের টাকা যথাযথভাবে ব্যয় করার নির্দেশনা দেন মন্ত্রী।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার, সাবেক ছাত্রলীগ নেতা ফেরদৌসী আলী আমজদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শাহরিয়ার চৌধুরী বিপ্লব প্রমুখ।