হিলিতে কঠোর বিধিনিষেধ বাড়ল আরও এক সপ্তাহ
দিনাজপুরের হিলিতে করোনার সংক্রমণ না কমায় কঠোর বিধিনিষেধের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। আগামী ২৮ জুন মধ্যরাত পর্যন্ত এই বিধিনিষেধ চলবে।
হাকিমপুর উপজেলা প্রশাসন এই বিধিনিষেধ আরোপ করেছে। এ উপলক্ষে গতকাল সোমবার বিকেলে উপজেলা করোনা প্রতিরোধবিষয়ক কমিটির এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নুর এ আলম।
ওই বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলো হলো, হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে আমদানি-রফতানি চালু থাকবে, হাট-বাজারে কাঁচাবাজার ও মুদিখানা দোকান সকাল ৬টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে, মাস্ক ছাড়া চলাচল করলে জরিমানা করা হবে, বিকেল ৪টার পর জরুরি সেবা ব্যতিত কোনো দোকানপাট ও প্রতিষ্ঠান খোলা রাখা যাবে না, বিকেল ৪টার পর অযথা চলাফেরা করা যাবে না, মাস্ক ছাড়া ক্রয়-বিক্রয় করা যাবে না, কেউ করোনায় আক্রান্ত হলে তার বাড়ি লাল পতাকা দিয়ে লকডাউন করা হবে, করোনায় আক্রান্ত কেউ বাড়ির বাইরে যেতে পারবে না এবং গ্রামে-গ্রামে গিয়ে মেডিকেল টিম করোনা পরীক্ষা করবে।