হিলিতে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুর পলাতক
দিনাজপুরের হিলিতে নাসরিন বেগম নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বামী ওই গৃহবধূর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগে ফেলে পালিয়ে গেলে পুলিশ খবর পেয়ে উদ্ধার করে। আজ শনিবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত নাসরিন হিলির বড় ডাঙ্গাপাড়া গ্রামের সুজন হোসেনের স্ত্রী। তাদের এক বছর বয়সের একটি সন্তান রয়েছে।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বামীর সঙ্গে পারিবারিক কলহের জের ধরেই নিজ ঘরের বাঁশের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়েছে। এর পেছনে অন্য কোনো ঘটনা আছে কিনা তা ময়নাতদন্ত রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে।
এদিকে, গৃহবধূর আত্মীয়-সজনের দাবি, নাসরিনকে হত্যা করে গলায় ফাঁস লাগিয়ে দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে।