হিলিতে ভারতফেরত যাত্রীর শরীরে করোনা শনাক্ত
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে দেশে ফেরত আসা এক বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীর শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১৯ মে থেকে আজ শনিবার দুপুর পর্যন্ত ভারত থেকে দেশে আসা ১৯০ জনের মধ্যে মোট চারজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
হিলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. গাদ্দাফি জানান, আজ দুপুরের দিকে হিলি স্থলবন্দর দিয়ে দেশে ফেরা কয়েকজনের করোনা পরীক্ষা করা হয়। এ সময় এদের মধ্যে একজনের শরীরে করোনাভাইরাস পাওয়া যায়। এরপর তাঁকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশনে এবং অন্যদের স্থানীয় আবাসিক হোটেলে ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
ডা. গাদ্দাফি আরও জানান, শনাক্ত হওয়া ব্যক্তির শরীরে ভারতীয় ভ্যারিয়েন্ট আছে কিনা তা জানতে তাঁর নমুনা ঢাকায় পাঠানো হয়েছে।
জানা যায়, বিভিন্ন সময়ে চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে ভারতে গিয়ে করোনার কারণে আটকা পড়েন এসব বাংলাদেশিরা। সরকার ১৬ মে থেকে আটকাপড়া এসব বাংলাদেশিদের দেশে আসার অনুমতি দেয়।