৬ বছরের শিশুকে যৌন নিপীড়ন, সৎবাবা গ্রেপ্তার
মেহেরপুরের গাংনীতে ছয় বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে শিশুটির সৎবাবা আবু তাহেরকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে গাংনী থানা পুলিশের একটি দল আবু তাহেরকে গ্রেপ্তার করে। আজ মঙ্গলবার সকালে তাকে মেহেরপুর আদালতে পাঠানো হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান জানান, আবু তাহের তার দ্বিতীয় স্ত্রীর মেয়েশিশুকে একা পেয়ে যৌন নিপীড়ন করে। শিশুটির চিৎকারে তার মা এগিয়ে এলে বাড়ি থেকে পালিয়ে যায় তাহের।
এ বিষয়ে শিশুটির মা বাদী হয়ে গাংনী থানায় একটি মামলা করেন। পরে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আবু তাহেরের অবস্থান নিশ্চিত হয়ে তাকে গ্রেপ্তার করে।
গতকাল সোমবার শিশুটিকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানকার চিকিৎসা কর্মকর্তা ডা. শায়লা আহম্মেদ বলেন, ‘শিশুটির যৌনাঙ্গে রক্তক্ষরণের আলামত রয়েছে। প্রয়োজনীয় চিকিৎসার জন্য তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’