মানিকগঞ্জে নাশকতার অভিযোগে আটক ৪
২০ দলীয় জোটের ৭২ ঘণ্টা হরতালের মধ্যে নাশকতার অভিযোগে মানিকগঞ্জের দুটি উপজেলা থেকে চারজনকে আটক করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ডিআইও-১) মাহবুব আলম জানান, গতকাল শনিবার রাতে নাশকতার বিরুদ্ধে বিশেষ অভিযানে জেলার সিংগাইর উপজেলা থেকে তরিকুল ইসলাম, দিনু পোদ্দার এবং ঘিওর উপজেলার মীর কায়সার হামিদ ও ফয়সাল রহমানকে আটক করা হয়েছে।
এদিকে আজ রোববার ঢিলেঢালাভাবে হরতাল পালিত হয়। শহরের অধিকাংশ দোকান খোলা ছিল। রিকশা, ইজিবাইকসহ অন্যান্য হালকা যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। ঢাকা-আরিচা মহাসড়কে দূরপাল্লার যানবাহন চলাচল না করলেও লোকাল বাস ও ট্রাক চলাচল করেছে।
হরতালের সমর্থনে ২০-দলীয় জোটের কোনো নেতাকর্মীকে পিকেটিং করতে দেখা যায়নি। তবে শহরের প্রধান সড়কে প্রেসক্লাবের সামনে ব্যবসায়ী সমাজের লোকজন হরতালবিরোধী মানববন্ধন করেছেন।