শিশুসহ একই পরিবারের ৪ জন খুন
বান্দরবানে ক্যায়ামলং এলাকায় শিশুসহ একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাতে জেলার সদরের কুহালং ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন বাগানের কেয়ারটেকার মোহাম্মদ আমীন (৪০), তাঁর বড় বোন সমিরা বেগম (৪৫), কেয়ারটেকারের দুই সন্তান ইফাত ফাতেমা (৭) ও সৈয়দ নূর (১২)।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, সদর উপজেলার কুহালং ইউনিয়নের ডলুপাড়ার ক্যায়ামলং এলাকায় আবদুল মোতালেবের বাগানবাড়িতে ধারালো অস্ত্র দিয়ে একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে কেয়ারটেকারের তৃতীয় স্ত্রী হাছিনা বেগম ও ভাই পলাতক রয়েছেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, গতকাল সকাল থেকেই নিহত মোহাম্মদ আমিনের স্ত্রী ও ভাইকে ঘটনাস্থলে ঘোরাফেরা করতে দেখা গেছে।
ওসি বলেন, বৃহস্পতিবার রাতের কোনো একসময় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। ময়নাতদন্তের পরই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। নিহত কেয়ারটেকারের স্ত্রীসহ আত্মীয়স্বজন এ ঘটনা ঘটাতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।