ঢাবিতে ককটেল বিস্ফোরণে ছয় শিক্ষার্থী আহত
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় ককটেল বিস্ফোরণে ছয় শিক্ষার্থী আহত হয়েছেন। আজ রোববার ২০ দলের দেশব্যাপী ৭২ ঘণ্টা হরতালের প্রথম দিনে ক্যাম্পাসে তিনটি স্থানে বিস্ফোরণের ঘটনায় এসব শিক্ষার্থী আহত হন ।
বার্তাসংস্থা ইউএনবি জানায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহীদ মিনারের কাছে দু-তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এমদাদুল (২৩), তামান্না আখতার (২০) এবং নিয়াজ আহমেদ (২২) আহত হন। তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
প্রায় একই সময়ে টিএসসির অদূরে ডাস চত্বরেও দু-তিনটি ককটেল বিস্ফোরণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আল ফারাজি (২৪), সবুজ (২৩) ও শম্পা আখতার (১৯) আহত হন। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
এর আগে সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সামনে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। তবে ওই ঘটনায় কেউ হতাহত হয়নি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এম আমজাদ আলী জানান, বিস্ফোরণের সময় উপাচার্য (ভিসি) আ আ ম স আরেফিন সিদ্দিক ক্লাসে লেকচার দিচ্ছিলেন। দুর্বৃত্তরা এটা জেনেই সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটায়।