গজারিয়ায় দুর্ধর্ষ ডাকাতি, পাঁচ লক্ষাধিক টাকার মালামাল লুট
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার একটি বাড়িতে গতকাল শুক্রবার গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ভবেরচর ইউনিয়নের ভিটিকান্দির শাহানূর ফরাজির বাড়িতে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত বাড়িটির মালিক শাহানূর ফরাজি জানান, গতকাল দিবাগত রাত ৩টার দিকে দেশীয় অস্ত্রে সজ্জিত ২২-২৫ জনের একটি ডাকাতদল তাঁর বাড়ির ফটকের তালা ভেঙে ঘরে প্রবেশ করে। এরপর তাঁর ও তাঁর স্ত্রীর হাত-পা বেঁধে দুই সন্তানকে জিম্মি করে। তারপর তাঁর ঘরে থাকা নগদ তিন লাখ টাকা, পাঁচ ভরি সোনার গহনা, চারটি মোবাইল ফোনসেটসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায় তারা।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) ফেরদৌস হাসান জানান, ডাকাতির ঘটনা তাঁরা টেলিফোনে জানতে পেরেছেন। আজ শনিবার সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ডাকাতির ঘটনা ঘটে থাকলে সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।