মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ ১
মুন্সীগঞ্জ সদর উপজেলার মালীপাথর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ইমরান ও বাশার বাহিনীর সংঘর্ষে মো. সেলিম (৪২) নামের একজন গুলিবিদ্ধ হয়।
আজ শনিবার বিকেল সাড়ে ৬টার দিকে সদরের দীঘিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ সেলিম ওই গ্রামের মৃত মো. মালুম সরদারের ছেলে।
স্থানীয় লোকজন জানান, বেশ কিছুদিন ধরে ইমরান বাহিনীর সাথে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে একই এলাকার বাদশা মিয়ার সাথে ঝামেলা চলছিল। আজ দুপুরে বাদশাসহ তাঁর সমর্থক সুজন, রনি, বাবু, শাহাবুদ্দিন, সুমনসহ বেশ কয়েকজন রহিম মাতব্বরের বাড়িতে ঢুকে ইমরানের পক্ষের সেকেন্ড ইন কমান্ড মো. সেলিমকে লক্ষ্য করে তিনটি গুলি করে। পরে তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক প্রণয় মান্না দাস জানান, সেলিমকে গুলি করা হলে তাঁর ডান পায়ের হাঁটুর ওপর একটি গুলি লাগে। তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ আলী বলেন, ‘ঘটনার পরপর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। আমি নিজে হাসপাতালে গিয়ে গুলিবিদ্ধ সেলিমকে দেখেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতামূলক ঘটনাটি ঘটিয়েছে। তিনটি গুলির কথা শুনলেও একটি গুলি তাঁর পায়ে লেগেছে।’