সাংবাদিক শাহীনের বাবার কুলখানি অনুষ্ঠিত
এনটিভির বরিশালের স্টাফ করেসপনডেন্ট আক্তার ফারুক শাহীনের বাবা বজলুর রশীদ হাওলাদারের কুলখানি অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার দুপুরে ঝালকাঠির নলছিটি উপজেলার বৈশাখীয়ায় মরহুমের নিজ বাড়িতে কুলখানি অনুষ্ঠিত হয়।
কুলখানি অনুষ্ঠানে ঝালকাঠি-২ আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাদিক আবদুল্লাহ, ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, জেলা বিএনপির সভাপতি মোস্তফা কামাল মন্টুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
গত ৫ জানুয়ারি দুপুরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন বজলুর রশীদ হাওলাদার। পরদিন শুক্রবার বাদ আসর জানাজা শেষে গ্রামের বাড়িসংলগ্ন তাঁর প্রতিষ্ঠিত তোফাজ্জেল হোসেন মানিক মিয়া স্কুল অ্যান্ড কলেজের পাশে তাঁকে দাফন করা হয়।