ময়মনসিংহে গৃহবধূসহ ২ খুন, আটক ১
ময়মনসিংহ শহরের গাঙ্গিনার পাড় ও ঈশ্বরগঞ্জ উপজেলায় এক গৃহবধূসহ দুজন খুন হয়েছেন। আজ সোমবার সকালে ও গতকাল রোববার রাতে এ খুনের ঘটনা ঘটে।
এর মধ্যে আজ ভোরে শহরের গাঙ্গিনার পাড়ে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে বিশ্বজিৎ কুণ্ড (৪৪) এবং গতকাল রাতে ঈশ্বরগঞ্জে তাসলিমা আক্তার (১৮) নামের এক গৃহবধূ খুন হন। গৃহবধূ খুনের ঘটনায় স্বামী আজিজুলকে আটক করেছে পুলিশ।
ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, শহরের রামবাবু সড়কের বাসিন্দা রবীন্দ্রনাথ কুণ্ডর ছেলে বিশ্বজিৎ কুণ্ড (৪৪) আজ সকালে বাসা থেকে বের হয়ে রিকশায় করে গাঙ্গিনার পাড় হকার মার্কেটের সামনে গেলে ছিনতাইকারীরা তাঁর রিকশার গতিরোধ করে। অস্ত্রের ভয় দেখিয়ে টাকা ও মোবাইল ছিনতাইয়ের চেষ্টা করলে ছিনতাইকারীদের সঙ্গে তাঁর ধস্তাধস্তি বাধে। এ সময় বিশ্বজিৎ চিৎকার করলে ছিনতাইকারীরা তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে পথচারীরা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, গত রাতে জেলার ঈশ্বরগঞ্জের পাইকুড়া গ্রামের বাসিন্দা আজিজুল স্ত্রী তাসলিমাকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. বোরহান উদ্দিন জানান, তাসলিমার স্বামী আজিজুলকে আটক করা হয়েছে।
দুটি লাশই ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।