মানিকগঞ্জে নকল স্যালাইন কারখানার সন্ধান, আটক ৫
মানিকগঞ্জ সদর উপজেলার সাইলিপাড়ায় নকল স্যালাইন তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। নকল স্যালাইন তৈরির অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে সাইলীপাড়া এলাকায় একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ নকল খাদ্যপণ্য জব্দ করে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন কারখানা মালিক জামালপুরের নান্দিনা গ্রামের মনজুরুল হকের ছেলে ইসতিয়াক আহমেদ শাকিল (২৮), কারখানার শ্রমিক একই গ্রামের মনিরুজ্জামান (২২), শেখ পারভেজ (২০), ব্রাহ্মণবাড়িয়ার
হাতুরাবাড়ি গ্রামের ইয়াসিন মিয়া (১৭) ও মানিকগঞ্জ সদর উপজেলার গোপালখালি গ্রামের জনি হোসেন (২০)।
সদর থানার উপপরিদর্শক (এসআই) দীপঙ্কর রায় জানান, প্রায় দুই মাস ধরে সাইলীপাড়ার মানসুর আলীর বাড়ি ভাড়া নিয়ে শাকিল নকল স্যালাইন তৈরির কাজ শুরু করেন। শাকিল ইউনিসন ফুডস কোম্পানি নামে স্যালাইনের পাশাপাশি গ্লুকোজ ও ট্যাং তৈরি করে বাজারজাত করে আসছিলেন। গোপন সংবাদ পেয়ে গতকাল সোমবার রাতে পুলিশ ওই কারখানায় অভিযান চালিয়ে তাঁদের আটক করে। এ সময় ওই কারখানা থেকে বিপুল মালামাল জব্দ করা হয়। সেই সাথে নকল পণ্য তৈরির চারটি মেশিনও উদ্ধার করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, এ ব্যাপারে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে।