জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সুজানগরে খাবার বিতরণ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সুজানগর উপজেলা বিএনপি চারদিনের কর্মসূচি পালন করেছে। এরই অংশ হিসেবে আজ মঙ্গলবার শেষ দিন উপজেলার ৫০০ গরিব-দুঃস্থ মানুষের মধ্যে রান্না করা খাদ্য বিতরণ করা হয়।
এ কর্মসূচির উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিব। এ ছাড়া মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল, কোরআনখানি, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।