নেত্রকোনায় নারীর লাশ উদ্ধার
নেত্রকোনার আটপাড়া উপজেলায় অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার সুখারি ইউনিয়নের কুলশ্রী গ্রামের বিলের পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।
আনুমানিক ৩৫ বছর বয়সী এই নারীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
নেত্রকোনা অতিরিক্ত পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের জানান, সকাল সাড়ে ১০টার দিকে গলায় ওড়না প্যাঁচানো ও মুখে কাপড় গোজা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আটপাড়া থানায় মামলা হয়েছে। এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে।
আবু নাসের বলেন, ‘আমরা ধরে নিচ্ছি শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এখন পর্যন্ত আলামত পাওয়া যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পরই বলতে পারব ধর্ষণের ঘটনা ঘটেছে কি না। ধর্ষণ করেও হত্যা করা হতে পারে।’