নেত্রকোনায় অটোরিকশা চালক খুন, প্রতিবাদে ধর্মঘট
নেত্রকোনার পূর্বধলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে হক মিয়া (৩০) নামের এক ব্যাটারিচালিত অটোরিকশাচালক খুন হয়েছেন। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে ও খুনিদের গ্রেপ্তারের দাবিতে জেলার অটোরিকশাচালকরা কালো ব্যাজ ধারণসহ তাঁদের রিকশা চালানো বন্ধ রেখে আজ বৃহস্পতিবার সকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান প্রামাণিক জানান, গতকাল বুধবার রাতে নারান্দিয়া এলাকায় রিকশা চালানোর সময় দুর্বৃত্তরা হক মিয়াকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এই হত্যার রহস্য উদঘাটনে পুলিশ চেষ্টা করছে জানিয়ে অতিরিক্ত পুলিশ সুপার বলেছেন, খুনিদের গ্রেপ্তারে পুলিশ অভিযানে নেমেছে।
হক মিয়ার লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
এদিকে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে ও দ্রুত খুনিদের গ্রেপ্তারের দাবিতে আজ সকাল থেকেই অটোরিকশা চালানো বন্ধ রেখে ধর্মঘট পালন করছেন জেলার অটোরিকশাচালকরা। নেত্রকোনা জেলা অটোরিকশা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সোলায়মান মিয়া বলেন, ‘হক মিয়ার হত্যাকারীদের গ্রেপ্তার না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।’