মুন্সীগঞ্জে যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদী থেকে হাত পা বাঁধা অবস্থায় অজ্ঞাতপরিচয় এক যুবকের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। শহরের পশ্চিম মুক্তারপুরে ধলেশ্বরী নদীর ক্রাউন সিমেন্ট এলাকা থেকে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন জানান, আজ বেলা ১১টার দিকে অজ্ঞাতপরিচয় যুবকের লাশ ধলেশ্বরী নদীতে ভেসে উঠলে স্থানীয় এলাকাবাসী পুলিশকে খবর দেয়। এরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
এসআই আরো জানান, উদ্ধার হওয়া যুবকের হাত-পা বাঁধা ছিল। বেশ কয়েকদিন আগে হত্যা করে লাশটি নদীতে ফেলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।