ইসিতে মেরুদণ্ডওয়ালা লোক চাই : এরশাদ
নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘মেরুদণ্ডওয়ালা লোক চাই। মেরুদণ্ডহীন লোক চাই না আমরা।’ ইসি গঠনের জন্য গঠিত সার্চ কমিটির কাছে তাঁর দল নাম প্রস্তাব করবে বলে জানিয়েছেন তিনি।
আজ সোমবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালনা পর্ষদের সভায় যোগদানের পর সাংবাদিকদের এসব কথা বলেন এরশাদ। এ সময় জাতীয় পার্টির রংপুর জেলা ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।
হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, ‘সবার কাছে পাঁচটি নাম চেয়েছে তাঁরা। আমরা পাঁচটি নাম পাঠাচ্ছি। বাকি রাজনৈতিক দলগুলো নাম পাঠাবে। তারপর সরকার নির্বাচন করবে কাকে দেবে। সরকার মানে সার্চ কমিটি যারা করছে।’
এরশাদ আরো বলেন, ‘যাকেই দিন সমালোচনা হবে। এটা আমাদের স্বভাব। এরপরও একটা লোক চাই। নিরপেক্ষ, যার ওপর আস্থা রাখতে পারি। আশা করি তারা এমন একটা লোক দেবে, যিনি সমস্ত বিতর্কের ঊর্ধ্বে থাকবেন।’
বিএনপির ব্যাপারে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘নির্বাচন না করলে বিএনপির নিবন্ধন বাতিল হয়ে যাবে। নির্বাচন তাকে করতে হবে। আমরা ৩০০ আসনেই নির্বাচন করব।’
নির্বাচন কমিশন গঠনের বিষয়ে জাতীয় পার্টিসহ নিবন্ধিত রাজনৈতিক দলগুলো রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বৈঠক করেছে। এরপর রাষ্ট্রপতি ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করেন। ওই সার্চ কমিটি ইসি গঠনের জন্য ব্যক্তি নির্বাচন করবে। ওই সার্চ কমিটি প্রতিটি রাজনৈতিক দলের কাছে পাঁচজনের নাম চেয়েছে।