রোহিঙ্গাদের নেওয়া হবে হাতিয়ায়!
কক্সবাজারের উখিয়া উপজেলায় আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের হাতিয়ার ঠেঙ্গারচরে নিয়ে যাওয়ার বিষয়ে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম আজ বুধবার মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, তিন মাসের মধ্যে রোহিঙ্গাদের তথ্যভাণ্ডার তৈরি হয়ে গেলে তাদের মিয়ানমারে ফেরত পাঠানোর আলোচনা সহজ হবে।
শাহরিয়ার আলম বলেন, ‘মিয়ানমারের যে অবৈধ নাগরিকরা বাংলাদেশে বিশেষ করে (উখিয়া উপজেলা) কচু পালং ক্যাম্পটি করা হয়েছিল রেজিস্ট্রার্ড মিয়ানমারের নাগরিকদের রাখার জন্য। সে জায়গাটির ক্যাপাসিটি আপনারা জানেন যে ৩০ হাজারের মতো। সে জায়গায় এখন তিন লাখের বেশি মানুষ বসবাস করছে। এতে কক্সবাজারের উখিয়ার আশপাশের অঞ্চলে একটা পরিবেশ বিপর্যয় ঘটছে। হাতিয়ার ঠেঙ্গারচরে সেনাবাহিনীকে জমির দায়িত্ব দেওয়া হয়েছে। সে জায়গা পরীক্ষা নিরীক্ষা করে, সেখানে পরিবেশ উপযোগী করে, বসবাসের উপযোগী করে আস্তে আস্তে তাদের (রোহিঙ্গা) কক্সবাজারের উখিয়া থেকে সরিয়ে নিয়ে আসার একটি প্রক্রিয়া শুরু করা হচ্ছে। তবে সেটি খুব শিগগিরই শুরু হবে না।’