মেহেরপুরে ডায়রিয়ার প্রকোপ
মেহেরপুরে শীতজনিত কারণে ডায়রিয়াসহ বিভিন্ন রোগের প্রকোপ বেড়েছে । মৌসুমি আবহাওয়া পরিবর্তনের কারণে রোটা ভাইরাস নামক ভাইরাসে আক্রান্ত শিশুসহ বিভিন্ন বয়সের মানুষ আক্রান্ত হচ্ছে ডায়রিয়া রোগে।
গত এক সপ্তাহে মেহেরপুর জেনারেল হাসপাতালে তিন শতাধিক শিশুসহ বিভিন্ন বয়সের রোগী ডায়রিয়া ওয়ার্ডে চিকিৎসা নিয়েছে। ২২টি বেডের অনুকুলে প্রতিদিন ভর্তি হচ্ছে ৪০ থেকে ৪৫ জন রোগী। ফলে বেড না পেয়ে অর্ধেক রোগীকে চিকিৎসা নিতে হচ্ছে বারান্দাতে।
হাসপাতালে প্রথম দিকে কলেরা স্যালাইনের সংকট থাকলেও বর্তমানে কলেরা স্যালাইন সরবরাহ করা হচ্ছে। নিয়মিত দেওয়া হচ্ছে খাবার স্যালাইনসহ অন্যান্য ঔষধ।
জেনারেল হাসপাতালের তত্তাবধায়ক ডা. মিজানুর রহমান জানান, আবহাওয়া জনিত রোগে ডায়রিয়া প্রকোপ কিছুটা বাড়লেও এখন তা কমতে চলেছে। নিয়মিত কলেরা ও খাবার স্যালাইন সরবরাহ করা হচ্ছে। ডায়রিয়া থেকে মুক্তি পেতে পরিস্কার পরিচ্ছন্ন খাবার গ্রহণ করার পরামর্শ দিয়েছেন তিনি।