মেহেরপুরে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মেহেরপুরে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেছেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন। আজ শনিবার বিকেলে মেহেরপুর স্টেডিয়াম মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
জেলা ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফএ) আয়োজিত এই টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা করছে সাইফ পাওয়ারটেক লিমিটেড।
মেহেরপুরের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক পরিমল সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন, উপব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীর, অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আবদুল্লাহ মাহমুদ জাহিদ, জেলা পরিষদের সাবেক প্রশাসক অ্যাডভোকেট মিয়াজান আলী, হরাইজন টেকনো লিমিটেডের চেয়ারম্যান শহীদ উল্লাহ, মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি কে এম আতাউল হাকিম লাল মিয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুস সামাদ বাবলু বিশ্বাস।
টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় মেহেরপুর এফসিবি ক্লাব ৩-০ গোলে আমঝুপি পাবলিক ক্লাবকে পরাজিত করে। টুর্নামেন্টে জেলার বিভিন্ন এলাকার ১০টি দল অংশগ্রহণ করছে।