চাঁদাবাজির মামলায় চার ছাত্রলীগ নেতাকর্মীর জেল
মেহেরপুরে একটি চাঁদাবাজির মামলায় শহর ছাত্রলীগের সাবেক সভাপতি মাহফুজুর রহমান পোলেনসহ চার ছাত্রলীগ নেতাকর্মীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার দুপুরে মেহেরপুরের বিচারিক হাকিম-১ আদালতের বিচারক মো. ছানাউল্লাহ এ আদেশ দেন। একই সঙ্গে ওই চারজনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। মামলায় অন্য তিন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক তারিকুল ইসলাম, ছাত্রলীগকর্মী মাহফুজ ও শহিদুল। খালাসপ্রাপ্ত আসামিরা হলেন শিশির, মামুন ও রকি।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে মাহফুজুর রহমান পোলেন বর্তমানে জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
মামলার বিবরণে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর বিকেলে পাবনা জেলা শহরের আবু তালেব নামের এক ওষুধ ব্যবসায়ী মেহেরপুর থেকে ওষুধ কিনে ফেরার জন্য বাসস্ট্যান্ডে অপেক্ষা করছিলেন। এ সময় সাবেক ছাত্রলীগ নেতা মাহফুজুর রহমান পোলেনসহ আসামিরা ওই ওষুধ ব্যবসায়ীর কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে তাঁরা ওই ওষুধ ব্যবসায়ীকে মারধর করেন এবং তাঁর কাছ থেকে ওষুধগুলো ছিনিয়ে নেন। ওই ঘটনায় ওষুধ ব্যবসায়ী আবু তালেব মেহেরপুর সদর থানায় সাতজনকে আসামি করে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন। মামলার নথিপত্র ও সাক্ষীদের সাক্ষ্য পর্যালোচনা করে আদালতের বিচারক মামলার চার আসামির বিরুদ্ধে এই আদেশ দেন।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন শোভা মণ্ডল। অন্যদিকে আসামিপক্ষের হয়ে শুনানিতে অংশ নেন খন্দকার আবদুল মতিন।