পলাতক হাসান আলীর রায় কাল
মানবতাবিরোধী অপরাধের মামলায় কিশোরগঞ্জের তাড়াইলের সৈয়দ হাসান আলীর রায় ঘোষণার জন্য আগামীকাল মঙ্গলবার দিন নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল। আজ সোমবার ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ দিন নির্ধারণ করেন। তবে হাসান আলী পলাতক রয়েছেন।
বেঞ্চের অপর দুই সদস্য হলেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হক।
রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর আবুল কালাম এনটিভি অনলাইনকে বলেন, ‘কিশোরগঞ্জের হাসান আলী মুক্তিযুদ্ধের সময় গণহত্যা, হত্যা ও অগ্নিসংযোগ করেছেন। আদালতে আমরা তাঁর বিরুদ্ধে আনা ছয়টি অভিযোগই প্রমাণ করতে সক্ষম হয়েছি। আদালতে তাঁকে সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য আবেদন করেছি।’ আগামীকাল মঙ্গলবার পলাতক হাসান আলীর বিরুদ্ধে রায় দেওয়া হবে।
আসামি হাসান আলীর পক্ষে রাষ্ট্র-নিযুক্ত আইনজীবী অ্যাডভোকেট আবদুর শকুর শুনানিতে অংশ নেন। তিনি বলেন, ‘আমার মক্কেল নিরাপত্তাজনিত কারণে পলাতক রয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগগুলো প্রমাণ করতে রাষ্ট্রপক্ষ ব্যর্থ হয়েছে। আশা করি, তিনি খালাস পাবেন।’
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৪ সালের ১১ নভেম্বর হাসান আলীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। একই বছরের ২২ আগস্ট আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করে প্রসিকিউশন। এর পর ওই বছরেরই ৭ ডিসেম্বর সাক্ষ্য গ্রহণ শুরু হয়, চলতি বছর ৩০ মার্চ সাক্ষ্য গ্রহণ শেষ হয়।
হাসান আলীর বিরুদ্ধে মোট তিনটি হত্যাকাণ্ড, অপহরণ, নির্যাতন, দুটি গণহত্যা, অগ্নিসংযোগসহ মোট ছয়টি অভিযোগ আনা হয়। গত ২০ এপ্রিল মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছিল।