লাল গোলাপ দিয়ে ভালোবাসা জানাল পুলিশ
মেহেরপুরে নানা বয়সের সাধারণ মানুষের হাতে লাল গোলাপ তুলে দিয়ে বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন করেছেন পুলিশের সদস্যরা। আজ মঙ্গলবার সকালে শহরের বিভিন্ন মোড়ে পুলিশ সদস্যরা শিশুসহ অনেকের হাতে তুলে দেন এই ফুল।
জেলার বাসস্ট্যান্ড, সরকারি কলেজ, কোর্ট মোড় এলাকা, পুলিশ সুপার কার্যালয় ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনেসহ শহরের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের হাতে ফুল তুলে দেন পুলিশের সদস্যরা। ভালোবাসা দিবসে পুলিশের হাত থেকে ফুল পেয়ে খুশি সাধারণ মানুষও।
এ সময় জেলা পুলিশ সুপার (এসপি) আনিছুর রহমান ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরীসহ পুলিশের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। মেহেরপুর শহর ছাড়াও গাংনী ও মুজিবনগর থানার উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে ফুল দিয়ে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানায় পুলিশ।
এ বিষয়ে পুলিশ সুপার আনিছুর রহমান জানান, সাধারণ মানুষের কাছাকাছি থেকে পুলিশ কাজ করতে চায়। পুলিশ যে সাধারণ মানুষের বন্ধু, সেই বার্তা দিতেই ভালোবাসা দিবসে এ উদ্যোগ নেওয়া হয়।