রাজধানীতে নিজ ঘরে যুবকের ‘আত্মহত্যা’
রাজধানীর আগারগাঁও তালতলা এলাকার মোল্লাপাড়ায় একটি টিনশেড ঘরে গলায় ফাঁস লাগিয়ে আবদুল কাদের (২৫) নামের এক যুবক আত্মহত্যা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টায় ফাঁস লাগানোর ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে রাত ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক যুবককে মৃত ঘোষণা করেন।
আবদুল কাদের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার প্রয়াত জুলহাস মিয়ার ছেলে। তিনি তালতলা এলাকায় মা মরিয়ম বেগমের সঙ্গে থাকতেন।
ঢামেকে মুমূর্ষু ছেলেকে নিয়ে যাওয়া মরিয়ম বেগম সাংবাদিকদের জানান, কাদের বেশ কয়েক দিন ধরে মানসিকভাবে অপ্রকৃতিস্থ ছিল। সে টিনশেড ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
এ বিষয়ে জানতে চাইলে ঢামেক পুলিশ বক্সের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে।