পটুয়াখালীতে বাস ধর্মঘট, ভোগান্তি
পটুয়াখালীতে পরিবহন শ্রমিকদের নামে মামলা প্রত্যাহার ও মহাসড়কে থ্রি হুইলার, নসিমন, করিমন, ভটভটি চলাচল বন্ধের দাবিতে বাস মালিক-শ্রমিকদের ডাকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট দ্বিতীয় দিনের মতো অব্যাহত রয়েছে।
ফলে কুয়াকাটা, পটুয়াখালী, বরগুনা ও বরিশালের দক্ষিণাংশ লেবুখালী পর্যন্ত সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। এতে করে মানুষ ভোগান্তিতে পড়েছেন।
গত ১২ ফেব্রুয়ারি বরগুনার আমতলী চৌরাস্তায় বাস শ্রমিক ও থ্রি হুইলার চালকদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বাসশ্রমিকদের নামে মামলা হয়। এরপর ১৭ জন শ্রমিককে গ্রেপ্তার করে আমতলী থানা পুলিশ। এ ঘটনার পর ১৩ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন করে বাস মালিক-শ্রমিক নেতারা। এ সময় ১৫ ফেব্রুয়ারির মধ্যে মামলা প্রত্যাহার ও মহাসড়কে নসিমন, করিমন, থ্রি হুইলার চলাচল বন্ধ না হলে ১৬ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট পালনের ঘোষণা দেওয়া হয়।
এদিকে, গতকাল বৃহস্পতিবার রাতে পটুয়াখালী বাস টার্মিনাল এলাকায় কুয়াকাটা থেকে বরিশালগামী একটি বিআরটিসি বাস ভাঙচুর করেছেন বিক্ষুব্ধ শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাসটার্মিনাল এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে পুলিশ প্রহরায় বিআরটিসি বাস চলাচল করছে।
পটুয়াখালী জেলা বাসমালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা দুলু মৃধা জানান, প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রকার আলোচনার জন্য উদ্যোগ নেই। সরকার নির্দেশিত যানবাহন ছাড়া মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কে অন্য যানবাহন চলা বন্ধ করতে হবে। আর শ্রমিকদের নামে করা মামলা প্রত্যাহার করতে হবে। তারপর ধর্মঘট প্রত্যাহার করা হবে।